• ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
logo

প্রধান উপদেষ্টাকে ইবতেদায়ি শিক্ষকদের স্মারকলিপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২৫, ২৩:৫৫
শিক্ষক
সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিয়েছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা। একই সঙ্গে শিক্ষকদের ওপর হামলার বিচার এবং সরকারিকরণের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

চাকরি জাতীয়করণের দাবি নিয়ে রোববার (২৬ জানুয়ারি) সকাল থেকে চলা আন্দোলনে লাঠিপেটা এবং জলকামানের ব্যবহারের ঘটনা ঘটে। এর পরেই প্রধান উপদেষ্টা স্মারকলিপি দিয়েছেন তারা।

বিকেলে শিক্ষক প্রতিনিধি কাজী মোখলেছুর রহমান জানান, প্রধান উপদেষ্টা স্মারকলিপি নিয়েছেন। সচিব বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু পুলিশী হামলার বিচার ও চাকরি জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত এই আন্দোলন ছেড়ে যাবেন না ইবতেদায়ি স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকরা।

তিনি আরও বলেন, সকালে আন্দোলন রত শিক্ষকদের ওপরে হামলার বিচার ও দাবি দাওয়া নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এপিএস রাস্তায় এসে স্মারকলিপি গ্রহণ করেন। তিনি জানান- সচিব আমাদের সঙ্গে এসে কথা বলবেন। বিষয়টি ইতিবাচক হিসেবে শিক্ষক প্রতিনিধিরা গ্রহণ করেছেন। তবে যতক্ষণ হামলার বিচার ও দাবি আদায় না হবে, ততক্ষণ অবস্থান কর্মসূচি চলবে।

এর আগে রাজধানীর শাহবাগে চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করা হয়। এ সময় কয়েকজন শিক্ষক আহত হয়েছেন।

পূর্বঘোষণা অনুযায়ী শিক্ষকরা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করতে শাহবাগে আসে।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও কর্মসূচি ঘোষণা করেন তারা।

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম লিখিত বক্তব্যে বলেন, ১৯৮৪ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। ১৯৯৪ সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা সরকারি অনুদান দেওয়া হয়। ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও এক হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদরাসার ব্যাপারে তিন হাজার ৩০০ টাকা অনুদান দেওয়া ছাড়া এমপিওভুক্তও করা হয়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে এলেও কোনো সুযোগ-সুবিধা পাইনি।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাবি আদায়ে মাঠে ইবতেদায়ি শিক্ষকরা, যা বললেন আহমাদুল্লাহ
রাজধানীতে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি
ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জামায়াতের
বেতনে না পোষালে অন্য পেশায় চলে যান, শিক্ষকদের গণশিক্ষা উপদেষ্টা