রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় নারীর মৃত্যু
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়ার অগ্রদূত স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নারীর নাম সাথী আক্তার (৩৫)। তিনি নোয়াখালীর সেনবাগ থানার সাতারপাইয়া বাজার এলাকার মো. মফিজুর রহমানের মেয়ে। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ভাড়া বাসায় থেকে শনির আখড়ার একটি বিউটি পার্লারে কাজ করতেন তিনি।
নিহতের ভাই শাকিল হোসেন বলেন, সকালে বাসা থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয় সাথী। পথে শনির আখড়ার অগ্রদূত স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে পথচারীরা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, ওই নারী রাস্তা পারাপারের সময় প্রাইভেটকার ধাক্কায় আহত হয়েছিলেন বলে তার স্বজনরা আমাদের জানিয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমানে ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরটিভি/আইএম
মন্তব্য করুন