ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আলটিমেটাম দিয়ে বনানীর সড়ক ছাড়লেন অবরোধকারীরা, যান চলাচল শুরু

আরটিভি নিউজ

সোমবার, ১০ মার্চ ২০২৫ , ০২:১৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে আজ ভোর ৬টার দিকে গাড়ির ধাক্কায় এক নারী পোশাকশ্রমিক নিহত ও আরেকজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে পোশাক কারখানার শ্রমিকরা ওই এলাকার সড়ক অবরোধ করেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় ৭ ঘণ্টা পর দুপুরে পুলিশকে আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন পোশাক শ্রমিকরা। এর পর যান চলাচল শুরু হয়।

বিজ্ঞাপন

সোমবার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে পুলিশকে ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের ধরে শাস্তির ব্যবস্থা ও ক্ষতিপূরণ দেওয়ার শর্তে এ অবরোধ কর্মসূচি তুলে নেন বিক্ষুব্ধরা।

এর আগে, আজ ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় মিনারা আক্তার নামে এক পোশাক শ্রমিক নিহত হন। এ সময় আহত হন সুমাইয়া আক্তার নামে আরেক পোশাক শ্রমিক। আহতকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনার পর প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এতে বনানী ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। স্থবির হয়ে পড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েও।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ গণমাধ্যমকে বলেন, শ্রমিকেরা তিনটি দাবি জানিয়েছিলেন। এর মধ্যে আছে—পিকআপ ও চালককে আটক, ক্ষতিপূরণ প্রদান ও নিরাপদে রাস্তা পারাপার নিশ্চিত করা। 

তিনি আরও বলেন, পিকআপটি ইতোমধ্যে জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর ক্ষতিপূরণ ও নিরাপদে রাস্তা পারাপার নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করব। 

বিজ্ঞাপন

তারেক মাহমুদ বলেন, দাবি পূরণের আশ্বাসে শ্রমিকেরা সড়ক ছেড়ে দেন এবং যান চলাচল শুরু হয়।

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |