রাজধানীর বনানীতে আজ ভোর ৬টার দিকে গাড়ির ধাক্কায় এক নারী পোশাকশ্রমিক নিহত ও আরেকজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে পোশাক কারখানার শ্রমিকরা ওই এলাকার সড়ক অবরোধ করেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় ৭ ঘণ্টা পর দুপুরে পুলিশকে আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন পোশাক শ্রমিকরা। এর পর যান চলাচল শুরু হয়।
সোমবার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে পুলিশকে ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের ধরে শাস্তির ব্যবস্থা ও ক্ষতিপূরণ দেওয়ার শর্তে এ অবরোধ কর্মসূচি তুলে নেন বিক্ষুব্ধরা।
এর আগে, আজ ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় মিনারা আক্তার নামে এক পোশাক শ্রমিক নিহত হন। এ সময় আহত হন সুমাইয়া আক্তার নামে আরেক পোশাক শ্রমিক। আহতকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এতে বনানী ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। স্থবির হয়ে পড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েও।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ গণমাধ্যমকে বলেন, শ্রমিকেরা তিনটি দাবি জানিয়েছিলেন। এর মধ্যে আছে—পিকআপ ও চালককে আটক, ক্ষতিপূরণ প্রদান ও নিরাপদে রাস্তা পারাপার নিশ্চিত করা।
তিনি আরও বলেন, পিকআপটি ইতোমধ্যে জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর ক্ষতিপূরণ ও নিরাপদে রাস্তা পারাপার নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করব।
তারেক মাহমুদ বলেন, দাবি পূরণের আশ্বাসে শ্রমিকেরা সড়ক ছেড়ে দেন এবং যান চলাচল শুরু হয়।
আরটিভি/আইএম/এআর