রাজধানীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ১২:২১ এএম


রাজধানীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত


রাজধানীর পল্লবীতে এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে তিনি ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে এক নারী সাংবাদিক অভিযোগ করেছেন তিনি সোমবার রাতে পল্লবী থানার বারনটেকের ‘গ্রিন সিটি’ এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে হামিদুর রহমান ও এনামুল হক নামে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুজন ওই নারীকে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

ওসি নজরুল ইসলাম জানান, অভিযোগের পর ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ছাড়া, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

মামলায় অভিযোগের বিষয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী ওই নারীর অভিযোগ-গতকাল সোমবার রাতে পল্লবীর ইউসিবি চত্বর এলাকায় ওই তাকে ১৬ জন ব্যক্তি মিলে ধরে নিয়ে যায়। পরে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করা হয়েছে।

হাসপাতালে ভুক্তভোগী নারী বলেন, তার বয়স ৫০ বছর। তুরাগ এলাকায় থাকেন। ঢাকায় একটি পত্রিকায় কাজ করেন। সোমবার রাত ১১টার দিকে ইউসিবি চত্বর এলাকায় অনুসন্ধানী প্রতিবেদনের জন্য যান। এ সময় ওই এলাকার ১৬ জনের প্রতারকচক্র তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission