চাটখিলে রিকশাচালক হত্যা মামলার আসামি খাগড়াছড়িতে আটক
নোয়াখালীর চাটখিল উপজেলায় সুন্দরপুর এলাকায় রিকশাচালক আব্দুস সাত্তার হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ নিয়ে হত্যায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি খাল থেকে উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা থেকে অন্তরকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার ভোরে চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রাম থেকে মোহনকে গ্রেপ্তার করা হয়। মোহনের জবানবন্দি রেকর্ড করেছেন আদালতের জ্যুাডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত নয়টার দিকে চাটখিল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের ভিপি মিজান সড়কের ইউছুফ আলী তফদার বাড়ির সামনের সড়ক থেকে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় রিকশাচালক আব্দুস সাত্তারের মরদেহ উদ্ধার করে চাটখিল থানা পুলিশ। এ ঘটনায় নিহত আব্দুস সাত্তারের ছোটভাই নোয়াখালী সদর উপজেলা আন্ডাচর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন বাদী হয়ে বুধবার দুপুরে চাটখিল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের স্থানে পাওয়া শাটের কলার ও নারীদের ওড়নার সূত্র ধরে বৃহস্পতিবার ভোরে মেহানকে পাশের বাড়ি থেকে গ্রেপ্তার ও মোবাইল প্রযুক্তি ব্যবহার করে অন্তরকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ।
জেবি
মন্তব্য করুন