চাঁদপুরের ৪০ গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপিত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০টি গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফসংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদে সকাল পৌনে আটটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজে ঈমামতি করেন,সাদ্রা রহমানিয়া মাদরাসার শিক্ষক মাওলানা কাউছার হামিদ নেছারী। ফরিদগঞ্জের মুন্সিরহাটে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়।
ঈমামতি করেন মাওলানা মোহাম্মদ আবুল খায়ের। এ সময় শতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেয়। পরে ক্রমান্বয়ে ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ , ফরিদগঞ্জ,মতলব,কচুয়া ও শাহরাস্তিসহ পাঁচ উপজেলার প্রায় ৪০টি গ্রামে অর্ধ লক্ষাধিক মানুষ আজ আগাম ঈদ উদযাপিত করছে। নামাজ শেষে দেশের শান্তি কামনায় মুনাজাত করা হয়।
১৯২৯ খ্রিস্টাব্দে দেশে আগাম ঈদের প্রচলন করেন সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মরহুম ইসহাক চৌধুরী। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘ ৯২ বছর যাবত এসব গ্রামে আগাম ঈদ পালিত হয়ে আসছে।
জেবি
মন্তব্য করুন