টাঙ্গাইলে বৈঠা দিয়ে ভাবিকে হত্যা করলো দেবর
টাঙ্গাইলের সখিপুরে ভাবি সাজেদা বেগমকে (৪৭) বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছে দেবর হাবিবুর রহমান (৫০)। ঘটনাটি ঘটেছে উপজেলার চাকদহ গ্রামে। নিহত সাজেদা বেগম শফিকুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় সাজেদা বেগমের ছেলে সাজ্জাদ দেওয়ান বাদী হয়ে হাবিবুর রহমানকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, ঈদের আগের দিন শুক্রবার বিকেলে উপজেলার চাকদহ গ্রামে হাবিবুর রহমান ও স্ত্রী নাজমা বেগমের সঙ্গে বড় ভাই শফিকুল ইসলামের স্ত্রী সাজেদা বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে হাবিবুর রহমান ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বৈঠা দিয়ে ভাবি সাজেদা বেগমের মাথায় আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সালিশের মাধ্যমে বিচারের আশ্বাস দেন গ্রাম্য মাতব্বররা। গতকাল রোববার রাতে হঠাৎ বমি করতে থাকেন সাজেদা বেগম। পরে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় সাজেদা বেগমের ছেলে সাজ্জাদ দেওয়ান বাদী হয়ে হাবিবুর রহমানকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেবি
মন্তব্য করুন