• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২০, ২০:১৭
Teen arrested for child rape
শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় ১০ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে সাবু মিয়া নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সকালের দিকে শিশু ধর্ষণের ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা হলে বিকেলে পুলিশ সাবু মিয়াকে গ্রেপ্তার করে।

সাবু মিয়া লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সিংগীমারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তারা সপরিবারে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান ধর্ষিত শিশুটির মা ও বাবার উদ্ধৃতি দিয়ে জানান, সোমবার সকালে রাজমিস্ত্রি বাবা ও গৃহপরিচারিকার কাজে বাহিরে থাকায় শিশু কন্যাটিকে ফুসলিয়ে সাবু তার ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে সে আহত অবস্থায় শিশুটিকে তাদের বাড়ির পাশে রেখে আসে।

তিনি আরও জানান, পরে শিশুটির মা-বাবা বাড়ি এসে গুরুতর আহত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তাকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে বিকেলে শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
ধর্ষণচেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
কক্সবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩
সিএনজি থেকে নামিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ