• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

ফরিদপুরে নারীসহ দুই জনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ফরিদপুর, আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২০, ১৫:২২
The body is a police woman
ছবি সংগৃহীত

ফরিদপুরে পৃথক দুটি স্থান থেকে এক নারীসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের সিংগারিয়া গ্রামের বিল এলাকা থেকে বস্তাবন্দি অজ্ঞাতনামা এক মহিলার(৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে পুলিশ অজ্ঞাতনামা ওই মহিলার মরদেহ উদ্ধার করে। লাল পায়জামা ও সাদা রঙের জামা পরিহিত রয়েছে মরদেহের গায়ে।

এছাড়া একটি রড ও কাল দড়িসহ একটি ওজনবাট খারা পাথর আলামত হিসাবে জব্দ করা হয়েছে। আর এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সিংগারিয়া গ্রামের মনির হোসেনের স্ত্রী ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ঘটনার রাতেই ভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় শত শত গ্রামবাসী সেখানে উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অপরদিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের নিজ বাড়ির একটি গাছ থেকে পরিবহন বাসের সুপার ভাইজার আইয়ুব আলী হাওলাদারের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে তিনি গাছে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন: দুই সহকর্মীকে গুলি করে হত্যা করলেন বিএসএফ কনস্টেবল

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুরে রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার
যশোরে সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মী ও নারী নিহত
সন্ধান মিলল গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের 
খাটের নিচে মিলল কলেজ শিক্ষকের মরদেহ