• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ছোট গাড়ির চাপ বেড়েছে দৌলতদিয়া ফেরি ঘাটে (ভিডিও)

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২০, ১৫:৪৫

ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ছোট গাড়ি ও যাত্রীর চাপ বেড়েছে। তবে যাত্রীবাহী যানবাহনের চাপ নেই দৌলতদিয়া ফেরিঘাটে।

দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৭টি ছোট-বড় ফেরি থাকায় কোনও গাড়িকেই দৌলতদিয়া ঘাটে এসে বসে থাকতে হচ্ছে না।

আজ মঙ্গলবার সকাল থেকে দৌলতদিয়া প্রান্তের ফেরি ঘাটগুলোতে যানবাহনের অপেক্ষায় থাকতে দেখা গেছে ফেরিগুলোকে।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা যানবাহনগুলো সরাসরি এসে ফেরিতে উঠছে। এখন যানবাহনের অপেক্ষায় থাকছে ফেরিগুলো। তবে দুপুরের পর এ ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে পারে।

এছাড়া রাজবাড়ী পুলিশ প্রশাসন ঘাটে যানজট এড়াতে ঘাট থেকে আট কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে পণ্যাবাহী ট্রাক সিরিয়ালে আটকে রাখছে। রাতে পর্যায়ক্রমে ওই ট্রাকগুলো পারের জন্য ছাড়া হবে।

অপরদিকে নদীতে তীব্র স্রোত ও উত্তাল থাকায় যাত্রীরা লঞ্চের পরিবর্তে ফেরিতেই পার হতে নিরাপদ মনে করায় লঞ্চঘাটেও যাত্রীদের ভিড় কম।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ছোট বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে। ঈদের চতুর্থ দিনেও যানবাহন বা যাত্রী কোনোটিরই চাপ নেই। তবে আগামীকাল থেকে চাপ বাড়তে পারে।

এছাড়া নদীতে তীব্র স্রোত থাকার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তবে ঘাটে যাত্রী ও যানবাহনগুলোকে অপেক্ষা করতে হচ্ছে না। ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পারছে মানুষ।

আরও পড়ুন: সেগুনবাগিচায় প্রেসে আগুন

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাম কমলো গাড়িতে ব্যবহৃত এলপিজির
গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেন নায়িকা নিঝুম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
মোংলা বন্দরে নিলামে উঠেছে দামি ৭০ গাড়ি