• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

মাইক্রোবাস চাপায় পান বিক্রেতা নিহত

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিহত

  ০৫ আগস্ট ২০২০, ০৯:৪৬
microbus
ছবি সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে মান্নান খান (৫০) নামে এক পান বিক্রেতা মাইক্রোবাস চাপায় নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলিশাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মান্নান খান পার্শবর্তী শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের সিরাজ উদ্দিন খানের ছেলে।

নিহতের ছেলে শামীম খান বলেন, ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসটি (চট্ট মেট্রো চ-১১-২৩০৫) তার বাবাকে রাস্তার পাশে চাপা দেয়। এ সময় তাকে উদ্ধার করে দ্রুত মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহম বাচ্চু বলেন, স্থানীয়দের সহযোগিতায় চালকসহ মাইক্রোবাসটি আটক করা হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খেজুরের রস পান করে একই পরিবারের ৫ জন হাসপাতালে
বাগেরহাট হাসপাতালে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের প্রমাণ
অস্তিত্বহীন ১৬ কোম্পানির নামে ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বেক্সিমকো
বড় বড় কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করতে চায়: প্রেস সচিব