ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

নৌকা বাইচ দেখতে গিয়ে পানিতে ডুবে এক ভাইয়ের মৃত্যু, আরেক ভাই নিখোঁজ 

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৫ আগস্ট ২০২০ , ০৬:৪৮ পিএম


loading/img
নৌকা বাইচ দেখতে গিয়ে পানিতে ডুবে এক ভাইয়ের মৃত্যু, আরেক ভাই নিখোঁজ 

নওগাঁর মান্দায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় দুই সহোদরের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চককসবা বিলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নুরুল্লাবাদ ইউনিয়নের চকদেবীরাম গ্রামের শরবতুল্যা ছেলে আব্দুল মজিদ (৬৫) ও রইছ উদ্দিন (৫৫)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য একটি ডিঙ্গি নৌকায় চকদেবীরাম গ্রামের আব্দুল মজিদ, আব্দুর রশিদ, রইছ উদ্দিন, আব্দুল মান্নান, ভুদু মিয়া ও অন্তর রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাতাসপুর যাচ্ছিলেন। তারা চককসবা বিলে পৌঁছলে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকাটি ডুবে যায়।

এ সময় স্থানীয় লোকজন আব্দুর রশিদ, আব্দুল মান্নান, ভুদু মিয়া ও অন্তরকে উদ্ধার করলেও আব্দুল মজিদ ও রইল উদ্দিন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা আব্দুল মজিদের মরদেহ উদ্ধার করে। 
বিকেল ৬টায় এ সংবাদ লেখা পর্যন্ত রইছ উদ্দিনের খোঁজ পাওয়া যায়নি। রইছ উদ্দিনকে উদ্ধারের জন্য মান্দা ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে পৌঁছেছে। রাজশাহী ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার। তিনি বলেন, নিখোঁজ রইছ উদ্দিনকে খোজা হচ্ছে।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |