• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

করোনামুক্ত হলেন পঞ্চগড়ের ডিসি

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২০, ১০:৫৫
Panchagarh
পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন

করোনার ভাইরাস থেকে মুক্ত হলেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। আজ সোমবার নতুন করে জেলা প্রশাসকসহ জেলার পাঁচ উপজেলার মোট ৩৯৬ করোনা শনাক্ত রোগীর মধ্যে ২৬৮ জন সুস্থ হয়েছেন।

গতকাল রোববার রাতে পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান আরটিভি নিউজকে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের দ্বিতীয়বারের মতো নমুনা নেয়ার পর নমুনার রিপোর্ট নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের শরীর থেকে নমনুা গেল ২৪ জুলাই সংগ্রহ করে করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হলে গেল ২৮ জুলাই তার নমুনার রিপোর্ট পজিটিভ আছে এবং দ্বিতীয় দফায় তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিভাগ। পরে গেল সাত আগস্ট তার নমুনা দ্বিতীয় বারের মতো পিসিআর ল্যাবে পাঠানো হলে আজ রোববার দ্বিতীয় নমুনার রিপোর্ট নেগেটিভ আসে।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান আরটিভি নিউজকে জানান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের দ্বিতীয় দফায় নমুনার রিপোর্ট রোববার রাতে নেগেটিভ আসে। তবে তিনি করোনায় আক্রান্ত হলেও তার মধ্যে করোনার কোনও উপসর্গ ছিল না।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে সিপিবির পথসভায় বাধা, কেড়ে নেওয়া হলো ব্যানার-মাইক্রোফোন
দুই মাসে ৪৪ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ
পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রীসহ ২ এমপির নামে গুমের মামলা 
গণঅভ্যুত্থান নিয়ে এফডিসিতে ‘জেগেছে বাংলাদেশ’