ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বিষ প্রয়োগ করে ৫০ টন মাছ নিধন (ভিডিও)

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ , ০৩:৩০ পিএম


আশুলিয়ায় একটি মাছের খামারে শত্রুতা করে প্রায় ৫০ টনের বেশি মাছ বিষ দিয়ে নিধন করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ আগস্ট) সকালে আশুলিয়ার জিরাবো এলাকার দেওয়ান ইদ্রিস আলী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকার প্রাণ প্রকৃতি এগ্রো মাছের খামারে এ ঘটনা ঘটে।

খামারী শহিদুল ইসলাম জানান, প্রায় ৬০ বিঘা জায়গা জুরে দীর্ঘদিন ধরে আমি মাছের চাষ করে আসছি। গতকাল ১৩ আগস্ট হঠাৎ মাছ পানিতে ভেসে বেড়াতে শুরু করে। এসময় ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে প্রায় ৩০টন মাছ অপসারণ করে মাটিতে পুতে রাখা হয়। এছাড়া আজ পর্যন্ত প্রায় ৫০ টন মাছ মরে পানিতে ভেসে ওঠে। পুরো এলাকা মরা মাছের দুর্গন্ধে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রায় ৫ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগ খামারী শহিদুল ইসলামের।

বিজ্ঞাপন

শহিদুলের বড় ভাই শরিফুল ইসলাম আলমাস জানান, আমরা প্রায় ২২ বছর ধরে মাছের চাষ করি। বিগত ২২ বছরে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। কেউ শত্রুতার জেরে কীটনাশক পানিতে মিশিয়ে দিতে পারে। এই খামারে ১০ বছর বয়সেরও বড় বড় মাছ ছিল যার সব মরে গেছে। মাছ মারা যাওয়ায় জেলেসহ প্রায় অর্ধশতাধিক কাজের লোকের জীবিকায় তারা বিষ দিয়েছে।

এ-ঘটনায় সাভার উপজেলা মৎস্য অধিদপ্তর খামারের পানির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এনএম/জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |