• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিষ প্রয়োগে ৪০০ কবুতর হত্যা

আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১
বিষ প্রয়োগে ৪০০ কবুতর হত্যা
ছবি : সংগৃহীত

যশোরের মণিরামপুরে মটরশুটি খেতে বিষ প্রয়োগ করে প্রায় ৪০০ কবুতর হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার তাজপুর গ্রামে খেতের মালিক সাজ্জাত হোসেনের দেওয়া বিষে ওই ৪০০ কবুতরগুলো মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এ ঘটনায় ওই খেত মালিক সাজ্জাতের কোনো আফসোস নেই বলে জানিয়েছেন তিনি। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সাজ্জাত হোসেন যশোরের মণিরামপুর উপজেলার তাজপুর গ্রামের এরশাদ আলীর ছেলে।

জানা যায়, উপজেলার মুক্তারপুর তালসারি তেঁতুলতলা মাঠে দুই বিঘা জমিতে মটরশুটি চাষ করেছেন একই গ্রামের সাজ্জাত হোসেন। তিন দিন আগে ওই খেতে বিষ প্রয়োগ করেন তিনি। এতে গত দু’দিনে মটরশুটি খেয়ে অন্তত ৪শ কবুতর মারা গেছে।

তাজপুর গ্রামের বিল্লাল হোসেন, তোরাফ আলী, আজিজুর রহমান, ফজলুর রহমানসহ ক্ষতিগ্রস্ত কবুতর মালিকরা জানান, গ্রামের অনেক মানুষের পোষা কবুতর এভাবে মারা হয়েছে।

এ ন্যক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন তারা।

এ বিষয়ে খেতের মালিক সাজ্জাত হোসেন বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেন, লাভের আশায় মটরশুটি লাগিয়েছি। টাকা-পয়সা খরচ করে চাষকৃত মটরশুটি কবুতর খেয়ে ফেলায় বিষ প্রয়োগ করেছি। এতে কবুতর মারা গেলে তার কিছু করার নেই।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, কবুতরকে মেরে ফেলার বিষয়ে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে চলছে খেজুরের রস আহরণের প্রস্তুতি
বাসে মিলল হেলপারের রক্তাক্ত মরদেহ, পাশে ছিল রক্তমাখা চাকু
যশোরে বাঁশবাগানে মিলল শিশুর মরদেহ, আটক ১
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত