• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সন্দ্বীপে বিষ প্রয়োগে মাছ মারার অভিযোগ

সন্দ্বীপ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২৪, ১৪:৫১
সন্দ্বীপে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ
ছবি : আরটিভি

চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ জুন) ভুক্তভোগী সন্দ্বীপ পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের বাহার আলী হাজীর বাড়ির বাসিন্দা নুরুল আলম এ অভিযোগ করেন।

ভুক্তভোগীর ভাষ্যমতে, ‘পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে। এতে তার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত ২৬ বছর পূর্বে আমার ৩০ শতাংশ জায়গায় আমি পুকুর খনন করে পুকুরে মাছ চাষ করে আসছি। সকালে ঘুম থেকে উঠে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। বিষ প্রয়োগের কারণেই এতগুলো মাছ মারা গেল। আমার প্রতিবেশী আবদুল মন্নান জাফর, আবদুল হান্নান, ফোরকান, আবদুল হাকিম, আবদুল মন্নান এর সঙ্গে আমার এই পুকুরের জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। পূর্বশত্রুতার জেরে গভীর রাতে তারা এই কাজটি করেছে। আমি তাদের আসামি করে সন্দ্বীপ থানায় অভিযোগ করেছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি বিচার চাই।

তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্তরা। অভিযুক্ত আবদুল মন্নান বলেন, সন্দেহ যে কেউ করতে পারে। আমরা এ বিষয়ে কিছুই জানি না। ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগ নিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্দ্বীপে যুবদল নেতার মারধরে বিএনপি কর্মীর মৃত্যু
সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
আন্দোলনে নিহত সাইমনের মাকে ঘর উপহার দিলো ইরামন ফাউন্ডেশন
সন্দ্বীপে অস্ত্র-মাদকসহ আটক ৩