• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

মাদরাসা ছাত্রের বিরুদ্ধে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২০, ১৯:৪৪
rape
মাদরাসা ছাত্রের বিরুদ্ধে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় ১৩ বছরের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অপর এক মাদরাসা ছাত্রের বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় মামলা নিয়েছে এবং অভিযুক্ত মাদরাসা ছাত্র আবু রায়হানকে আজ (১৮ আগস্ট) ভোরে আটক করেছে।

আটক আবু রায়হান মাদরাসার হেফজ খানার ছাত্র এবং সদর উপজেলার রহেলাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

যশোর কোতোয়ালী থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান জানান, নির্যাতিত মেয়েটি শহরের একটি মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী। ওই মেয়ের মা বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদরাসার রান্নার কাজ করেন। সেই সুবাদে আবু রায়হানের সাথে ওই পরিবারের সম্পর্ক তৈরি হয়। গত ৯ আগস্ট বিকেলে মেয়েটির মা যখন মাদরাসায় রান্নার কাজ করছিল তখন আবু রায়হান তাদের বাড়িতে যায় এবং ওই মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। প্রথমে মেয়েটি ভয়ে বিষয়টি কাউকে না জানালেও পরবর্তীতে সে তার মাকে জানায়। এরপর সোমবার রাতে মেয়েটির মা থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ পেয়ে আজ ভোরে মাদরাসা থেকে আবু রায়হানকে আটক করা হয়। এছাড়া আজ দুপুরে যশোর জেনারেল হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

আরও পড়ুন: খোলার পরদিনই সৈকতে নেমে ছাত্র নিখোঁজ

এনএম/ এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহমুদুল গ্রেপ্তার
সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন আটক
নতুন মামলায় সালমান-আনিসুল-পলকসহ গ্রেপ্তার ৮
স্ত্রী, কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর সুরের বিরুদ্ধে দুর্নীতির মামলা