• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

সিরাজগঞ্জে ফের বন্যার শঙ্কা

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২০, ১৭:৫৩
Fear of floods again in Sirajganj
ফাইল ছবি

যমুনার পানি বাড়তে থাকায় ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে সিরাজগঞ্জের নিম্নাঞ্চলে।

সপ্তাহখানেক ধরে সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে যমুনার পানি বাড়তে থাকায় আবার বন্যার শঙ্কা করছেন জেলার পাঁচটি উপজেলার চরাঞ্চলের ৪০টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ।

আজ বুধবার (১৯ আগস্ট) সকাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেয়া তথ্য মতে, যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবো সূত্রে জানা যায়, গেল ২৮ জুন উভয় পয়েন্টেই বিপদসীমা অতিক্রম করে। এরপর ৬ জুলাই বিপদসীমার নিচে নেমে যায় যমুনার পানি। ১৩ জুলাই যমুনার পানি দ্বিতীয় দফায় বিপদসীমা অতিক্রম করে কাজিপুর ও সিরাজগঞ্জ পয়েন্টে। টানা ২৫ দিন দীর্ঘস্থায়ী বন্যার পর ৭ আগস্ট যমুনার পানি উভয় পয়েন্টেই বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে শুরু করলেও ১২ আগস্ট থেকে আবার পানি বাড়তে শুরু করে। যা এখনো অব্যাহত রয়েছে।

সদর উপজেলার মেছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ মাস্টার জানান, এখনো চরাঞ্চলের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। উঁচু জায়গায় পানি নেমে গেলেও নিম্নাঞ্চলের বাড়িঘর পানির নিচে রয়েছে এখনো।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, গত এক সপ্তাহ ধরে যমুনায় নতুন করে পানি বাড়তে শুরু করেছে। দীর্ঘদিন ধরে যমুনার পানি বিপদসীমার কাছাকাছি কিংবা উপরে থাকার কারণে চরম দুর্ভোগের মধ্য দিয়ে জীবনযাপন করছে বাঁধের অভ্যন্তরে থাকা মানুষগুলো।

আরও পড়ুন: টাঙ্গাইলে বন্যায় এলজিইডির পৌনে ৩শ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে ব্যাপক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি
যমুনা রেলসেতুতে রোববার পূর্ণগতিতে চলবে ট্রেন
বিপাকে ২৫টি গ্রাম, ৭ কোটির ব্রিজ রেখে চম্পট ঠিকাদার!  
কলকাতা থেকে যে বার্তা দিলেন বন্যা ও তারিন