• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ২০ গ্রাম প্লাবিত

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২০, ১৮:৩৬
Hatia, flood, grams, due, abnormal, tide
হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ২০ গ্রাম প্লাবিত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারের পানিতে ৬টি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর থেকে জোয়ারের পানি বাড়তে থাকায় এসব এলাকা প্লাবিত হয়। এতে উপজেলার সূখচর, চরঈশ্বর, নলচিরা, তমরদ্দি, সোনাদিয়া ও নিঝুমদ্বীপসহ ৬টি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত না করায় এসব এলাকা অস্বাভাবিক জোয়ারের পানিতে সহজে প্লাবিত হয়। এতে সূখচর ইউনিয়নের চরআমানউল্যা, বৌবাজার, চেয়ারম্যানবাজার, নলচিরা ইউনিয়নের তুপানিয়া, নলচিরাঘাট এলাকা, চরঈশ্বর ইউনিয়নের তালুদারগ্রাম, ফরাজীগ্রাম, ৭নংগ্রাম, মাইজচামার্কেট এলাকা প্লাবিত হয়। এসব এলাকার প্রায় ২০ সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

চরইশ্বরই ইউপি সদস্য কামরুল ইসলাম মহব্বত বলেন, দুপুরের পর থেকে শুর হওয়া জোয়ারের পানিতে অনেকের বসতবাড়ি ডুবে যায়। নলচিরা ঘাটে প্রায় ২০টি দোকানে পানি ডুকে মালামাল নষ্ট হওয়াসহ ৫টি দোকান স্রোতের টানে পানিতে ভেসে যায়। জোয়ারের পানিতে অনেকের বাড়ির পুকুরের মাছ ভেসে গেছে।

তমরদ্দি ইউপি চেয়ারম্যান ফররুখ আহমেদ জানান, বর্ষার টানাবৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে তমরদ্দি ইউনিয়নের নিন্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। দ্রুত বেড়িবাঁধ সংস্কার করা প্রয়োজন।

নিঝুম দ্বীপ বীট কর্মকর্তা সাইফুর রহমান জানান, নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে প্রধানসড়কসহ ব্যাপক এলাকা প্লাবিত হয়। এছাড়া নতুন সৃজন করা ঝাউ বাগানসহ ফসলি জমির ধান ৩ ফুট পানিতে ডুবে যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, বেড়িবাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুন: টাঙ্গাইলে বন্যায় এলজিইডির পৌনে ৩শ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে ব্যাপক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি
কলকাতা থেকে যে বার্তা দিলেন বন্যা ও তারিন
ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে নৌবাহিনীর সহায়তা
ঘর পেলেন বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ হতদরিদ্র পরিবার