• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

রূপগঞ্জে ফার্নিচার কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ আগস্ট ২০২০, ০৯:২২
Terrible fire under control at a furniture factory in Rupganj
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যা পৌণে ৮টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত হাতিম স্টিল স্ট্রাকচার লিমিটেড নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার আফিফা খাঁনসহ র‌্যাব-১১ এর বিভিন্ন কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের অপারেশন বিভাগের পরিচালক লে. কর্নেল জিল্লুর রহমান জানান, আগুনের খবর পেয়ে কাঞ্চন, পূর্বাচল, আদমজী ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, তিনতলা বিশিষ্ট ভবনটির নিচতলায় হাতিম স্টিল স্ট্রাকচার কারখানার স্টিল ও কাঠের ফার্নিচার তৈরি হয়। উপর তলাটি গুদাম হিসেবে ব্যবহৃত হয়। কারখানাটির ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুরো ভবনে প্রায় ১২ থেকে ১৫ জন শ্রমিক কাজ করলেও কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বইমেলায় ফরিদুল ইসলাম নির্জনের উপন্যাস ‘আগুনজনম’ 
তুরস্কে হোটেলে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭৬
গাজীপুরে ঝুট গুদামের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই