ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ত্রাণ দিতে গিয়ে নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিক্ষার্থী!

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ আগস্ট ২০২০ , ০৭:৪০ পিএম


loading/img
নিখোঁজ বোরহান উদ্দিন নিশাদ

গাইবান্ধা সদরের কামারজানিতে ত্রাণ দিতে গিয়ে নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এক ডিপ্লোমা শেষ বর্ষের শিক্ষার্থী বোরহান উদ্দিন নিশাদ (২০) নিখোঁজ হয়েছেন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গো-ঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিশাদ সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের মতিউল আলমের ছেলে। নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত তার কোনও সন্ধান মেলেনি। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খান মোঃ শারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

বিজ্ঞাপন

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম জাকির জানান, ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত কামারজানির গোঘাট গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন ও বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। নিশাদ তার সহপাঠীসহ অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে নৌকায় করে ত্রাণ বিতরণ করছিলেন। এসময় হঠাৎ করে নিশাদ নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হয়।

ঘটনার পর থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে তৎপরতা চালায় স্থানীয় ডুবুরিরা। এছাড়া খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। 

গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স এর উপ-সহকারী পরিচালক এনামুল হক বলেন, ব্রহ্মপুত্রে প্রবল স্রোতের মধ্যেও নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডুবুরিদল চেষ্টা করে। কিন্তু নিখোঁজ শিক্ষার্থীর কোনও সন্ধান পাওয়া যায়নি। স্রোতের কারণে নিখোঁজ শিক্ষার্থীকে পাওয়া সম্ভব না। তাই উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |