• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

খাবার খেয়ে ৮ মাদরাসা শিশু শিক্ষার্থী অসুস্থ

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ আগস্ট ২০২০, ১২:১৩
৮ Madrasa child student is sick after eating
নড়াইল

নড়াইলের বরাশুলা কওমি মাদরাসায় খাবার খেয়ে আট শিশু শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ আগস্ট) লিল্লাহ্বোর্ডিংএ রাতের নষ্ট খাবার খেয়ে তারা অসুস্থ হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। অসুস্থ ৮ শিশুকে রাত সাড়ে ১০টার দিকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে তাদের পচা ভাত, ডাল ও সবজি খেতে দেয়া হয়। খাবার অনুপযোগী হওয়া স্বত্বেও বাধ্য হয়েই তারা এ দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে একে একে ৮ জন শিশু অসুস্থ হতে থাকে। তাদের সবারই পেটে ব্যথার এক পর্যায়ে বমি শুরু হয়। এ অবস্থায় কর্তৃপক্ষ খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীদের সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে নেন। তবে তাদের অবস্থা আশংকা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

তবে মাদরাসার অধ্যক্ষ মওলানা আব্দুর রহমান ইউসুফ আলি পচা খাবার পরিবেশনের কথা অস্বীকার করেন।

এদিকে অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টঙ্গীতে রাতের টিফিন খেয়ে পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ
বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর জন্য চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
কারাগারে হঠাৎ অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রীকে ঢামেকে ভর্তি
অসুস্থ হয়ে হাসপাতালে জবির অনশনরত ১৪ শিক্ষার্থী