ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

দেশে বাড়লো আরেকটি গাধা!

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২২ আগস্ট ২০২০ , ০৭:৩২ পিএম


loading/img
জন্ম নেয়া বাচ্চা ও তার মা।

রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় একটি গাধা জন্ম নিয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে গাধার এই শাবকটির জন্ম হয়েছে। কিন্তু তার শারীরিক অবস্থা খারাপ।

বিজ্ঞাপন

রাজশাহী সিটি করপোরেশনের পশু চিকিৎসক ফরহাদ উদ্দিন জানান, অপুষ্ট অবস্থায় বাচ্চাটি জন্ম নিয়েছে। সে ওঠে দাঁড়াতে পারছিল না। তাকে বাঁচানোর সব রকম চেষ্টা করা হচ্ছে।

চিড়িয়াখানা সূত্রে জানা যায়, আগে মোট ছয়টি গাধা ছিল। নতুন শাবকের জন্মের পর গাধার সংখ্যা হয়েছে সাতটি। বাচ্চাটার জন্মের পর ফিডার দিয়ে দুধ খাওয়ানো হয়েছিল। এরপর শাবকটি মায়ের পেছনে পেছনে হেঁটে বেড়িয়েছিল। মা গাধা সুস্থ ও সবল আছে। শনিবার সকাল থেকে তার অবস্থা বেশ নাজুক। সে উঠে দাঁড়াতে পারছে না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাটি রাজশাহী সিটি করপোরেশনের অধীনে পরিচালিত হয়।

আরও পড়ুন: পাগলা মসজিদের দানবাক্সে মিললো পৌনে দুই কোটি টাকা!

বিজ্ঞাপন

জিএ/ এমকে  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |