• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে দুই ভাই নিহত

স্টাফ রিপোটার ফরিদপুর:

  ২৪ আগস্ট ২০২০, ১৪:৫৪
murder
নিহতদের পরিবারের অভিযোগ

ফরিদপুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই নিহত হয়েছেন।

আজ সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে ভাঙ্গা উপজেলার নুরুলাগঞ্জ ইউনিয়নের হাবেলি গঙ্গাধরদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন শামীম মাতুব্বর (২৭) ও রকিব মাতুব্বর (১৭)। তারা ওই গ্রামের গিয়াস উদ্দিন মাতুব্বরের ছেলে।

এ খবরের সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, গ্রামে বিলের একটি জায়গায় মাছ ধরতে যান শামীম ও রকিব। একই জায়গায় মাছ ধরতে যান ওই গ্রামের জামাল ও আফজাল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে রোববার বিকেলে কথা কাটাকাটি ও ধাক্কাধাকির ঘটনা ঘটে।

এই নিয়ে আজ সোমবার সকালে জামাল-আফজালরা লোক নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এই সংঘর্ষে শামীম ও রকিবসহ ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

গুরুত্বর আহত দুই সহোদয়কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, নিহতদের মাথায় একাধিক কোপের আঘাত রয়েছে।

ভাঙ্গা থানা ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়