মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনায় মোস্তাফিজুর রহমান রাসেলসহ চারজনকে আটক করা হয়েছে। আটক মোস্তাফিজুর রহমান রাসেল হলেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের এপিএস।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
এছাড়া এই চারজন বাদে আরও তিনজনকে আটক করা হবে বলে জানা যায়। তারা হলেন- এনামুল হক, আবুল কালাম ও মিজানুর রহমান।
উল্লেখ, সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড আয়োজিত মানববন্ধনে বাঁশখালীর সংসদ সদস্যর অনুসারীরা হামলা করে বলে অভিযোগ করে সংগঠনটি। এই হামলায় মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ দশজন আহত হন।
আরও পড়ুন: নেইমারের জন্য মন খারাপ আর্জেন্টিনা ভক্ত মাশরাফির
এসএ/এসএস