• ঢাকা রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
logo

দ্রুত বাড়ছে রোহিঙ্গা জনসংখ্যা, তিন বছরে ৭৬ হাজার

আরটিভি নিউজ

  ২৫ আগস্ট ২০২০, ২১:০৬
rohiga, coxbazar, save the children,
ফাইল ছবি

প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শরণার্থী আগেই ছিল। ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে আরও যোগ হয় সাত লাখ। এখন দেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে। নতুন রোহিঙ্গার ঢল না নামলেও এদেশে জন্ম নেয়ায় এ সংখ্যা বাড়ছে দ্রুতই।

মঙ্গলবার সেভ দ্য চিলড্রেন জানায়, চলতি বছরের ৩১শে মে পর্যন্ত কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোয় তিন বছরের কম বয়সী শিশুর সংখ্যা ছিল ৭৫ হাজার ৯৭১টি। এই শিশুগুলোর প্রত্যেকে তাদের মায়েরা বাংলাদেশে আসার পর তাদের জন্ম দিয়েছেন।

সেভ দ্য চিলড্রেন আরও জানায়, শিশুদের পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎ চুরি হয়ে যাচ্ছে। বাংলাদেশ ও মিয়ানমারে আবদ্ধ অবস্থায় গত কয়েক বছর ধরে জন্ম নিয়েছে আনুমানিক ১ লাখ ৮ হাজার ৩৭টি শিশু। বাংলাদেশের শরণার্থী শিবির ও মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের শিবিরের জনসংখ্যা বিশ্লেষণে এ তথ্য বেরিয়ে এসেছে। রাখাইন থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার তিন বছরপূর্তি উপলক্ষে এ তথ্য প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন।

সেভ দ্য চিলড্রেনের বাংলাদেশ শাখার পরিচালক অনো ভান মানেন বলেন, গত ৩ বছরে কক্সবাজারের শিবিরগুলোতে ৭৫ হাজারের বেশি শিশুর জন্ম হয়েছে। প্রতিটি শিশুর জন্মই একটি আনন্দের মুহূর্ত। কিন্তু এই শিশুগুলো দুর্ভাগ্যের শিকার। তারা এমন এক জীবন নিয়ে জন্মেছে, যেখানে তাদের পরিবার কাজ করতে পারছে না। তাদের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা সীমিত। নেই চলাফেরার স্বাধীনতাও।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেভ দ্য চিলড্রেন নিয়োগ, আবেদন অনলাইনে
স্নাতক পাসেই চাকরির সুযোগ দিচ্ছে সেভ দ্য চিলড্রেন
সেভ দ্য চিলড্রেনে ইন্টার্নশিপের সুযোগ
সেভ দ্য চিলড্রেনে নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ