• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১

স্টাফ রিপোর্টার, নরসিংদী

  ২৭ আগস্ট ২০২০, ১৯:৪০
1 killed in land dispute in Narsingdi

নরসিংদীর রায়পুরায় রাস্তার জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। দেলোয়ার রায়পুরা পৌরসভার তাতাকান্দা এলাকার হিরন মিয়ার ছেলে। আজ (বৃহস্পতিবার) সকালে রায়পুরা পৌরসভার তাতাকান্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আহতরা হলেন- শাকিল মিয়া (২২), আতাউর রহমান (৬০), হিরন মিয়া (৫০), হায়দার আলী (৫০), সাকিব (১৬) ও সোহান (২২)। আহতদের রায়পুরা, নরসিংদী ও ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

এলাকাবাসী জানান, রায়পুরার তাতারকান্দা এলাকার সাত্তার মাস্টার ও রতন মোল্লার লোকজনের মধ্যে বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল। তারা সম্পর্কে মামা-ভাগনে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার চেষ্টা করেও সমস্যার সমাধান না হওয়ায় উভয়পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করায় উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে আজ বৃহস্পতিবার সকালে ওই দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের সাতজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় চিকিৎসকরা হিরন ও শাকিল নামে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করেন। খবর পেয়ে পুলিশ তাতারকান্দা এলাকার সাত্তার মাস্টারের দলের মাইনউদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬ রাউন্ড গুলিসহ একটি দেশীয় অস্ত্র জব্দ করেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির আরটিভি নিউজকে জানান, আত্মীয় স্বজনদের মধ্যে রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিশু আরাফাতের মৃত্যু
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৫
নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দাবি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫