• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

করোনামুক্ত মাশরাফি পরিবার  

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ আগস্ট ২০২০, ১১:৫০
mashrafi,
ফাইল ছবি

নড়াইল ২ আসনের সংসদ সদস্য ও সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার বাবা-মাসহ পরিবারের সবাই করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। তাদের করোনা জয়ের খবরে খুশির শেষ নেই স্বজন, শুভানুধ্যায়ী, এলাকাবাসীর মাঝে।

নিজ পরিবারের করোনা মুক্তিতে প্রার্থনা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা।

এদিকে ১৬ দিন পর মাশরাফির বাড়ি থেকে নামিয়ে ফেলা হয়েছে লাল পতাকা। এলাকাবাসীর আনাগোনা, পদচারণায় বাড়ি সেই পরিচিত চেহারায় ফিরেছে।

করোনা আক্রান্ত হবার পর সবার অবস্থা স্থিতিশীল থাকলেও মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নয়দিন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেন।

নড়াইলে আসার পর শারীরিক দুর্বলতার কারণে গোলাম মোর্ত্তজা তিনদিন বিশ্রাম নিয়ে আবারও ফিরেছেন এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষীদের মাঝে।

করোনায় প্রথম আক্রান্ত হন মাশরাফি। পরে ছোটভাই এরপর পর্যায়ক্রমে স্ত্রী, বাবা, মা, মামী, ছোট ভায়ের স্ত্রী করোনায় আক্রান্ত হন।

এসএ/ এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়