• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২০ বছর পর গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২০, ১৭:২৩
Fugitive convict sentenced to life imprisonment arrested after 20 years
ছবিঃ সংগ্রহীত

হত্যাকাণ্ডের ২০ বছর পর মাগুরার আলোচিত নাট্যকর্মী টুলু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন মোল্ল্যা ওরফে সুকমানকে (৪৮) শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমন মোল্ল্যা ওরফে সুকমান শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামের মৃত আশরাফ মোল্যার ছেলে। সে একাধিক হত্যাসহ বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী আহম্মেদ মাসুদ জানান, গ্রেপ্তারকৃত আসামি সুমন মোল্ল্যা ওরফে সুকমান ২০০০ সালে মাগুরা সদরের পারলা গ্রামের বাসিন্দা নাট্যকর্মী টুলুকে দিনদুপুরে শহরের সৈকত হোটেল এলাকায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিল। পরবর্তীতে ২০০২ সালে সুমন মোল্ল্যা ওরফে সুকমানের অনুপস্থিতিতে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৭টার দিকে স্থানীয় সাচিলাপুর বাজার থেকে ২০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন মোল্লা ওরফে সুকমানকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।

নাট্যকর্মী টুলু হত্যা মামলা ছাড়াও ২০১৫ সালের উপজেলার কচুয়া গ্রামের ব্যবসায়ী নিরু মুন্সী হত্যা মামলার প্রধান আসামিসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি সুমন মোল্লা ওরফে সুকমান। শনিবার দুপুরে মাগুরার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত তাকে মাগুরা কারাগারে পাঠানো নির্দেশ দেন।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উল্লাপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 
চাঁদপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 
গ্রিসে পোল্যান্ডের তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে বাংলাদেশির যাবজ্জীবন
ওসি প্রদীপের সাজাপ্রাপ্ত স্ত্রী চুমকির জামিন