ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২০ বছর পর গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ০৫:২৩ পিএম


loading/img
ছবিঃ সংগ্রহীত

হত্যাকাণ্ডের ২০ বছর পর মাগুরার আলোচিত নাট্যকর্মী টুলু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন মোল্ল্যা ওরফে সুকমানকে (৪৮) শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমন মোল্ল্যা ওরফে সুকমান শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামের মৃত আশরাফ মোল্যার ছেলে। সে একাধিক হত্যাসহ বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী আহম্মেদ মাসুদ জানান, গ্রেপ্তারকৃত আসামি সুমন মোল্ল্যা ওরফে সুকমান ২০০০ সালে মাগুরা সদরের পারলা গ্রামের বাসিন্দা নাট্যকর্মী টুলুকে দিনদুপুরে শহরের সৈকত হোটেল এলাকায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিল। পরবর্তীতে ২০০২ সালে সুমন মোল্ল্যা ওরফে সুকমানের অনুপস্থিতিতে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৭টার দিকে স্থানীয় সাচিলাপুর বাজার থেকে ২০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন মোল্লা ওরফে সুকমানকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।

নাট্যকর্মী টুলু হত্যা মামলা ছাড়াও ২০১৫ সালের উপজেলার কচুয়া গ্রামের ব্যবসায়ী নিরু মুন্সী হত্যা মামলার প্রধান আসামিসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি সুমন মোল্লা ওরফে সুকমান। শনিবার দুপুরে মাগুরার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত তাকে মাগুরা কারাগারে পাঠানো নির্দেশ দেন।
পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |