ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

পুলিশ হেফাজতে যুবককে নির্যাতনের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ০৮:৪১ পিএম


loading/img
আটোয়ারী থানা পঞ্চগড় (ফাইল ছবি)

পঞ্চগড়ের আটোয়ারী থানা হেফাজতে সাইদুল রহমান (২৬) নামে এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত সাইদুল বর্তমানে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সাধারণ পোশাকধারী পুলিশ তাকে উপজেলার ছোটদাপ এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যায়। 

বিজ্ঞাপন

সাইদুল রহমানের বোন জেসমিন আক্তার জানান, শুক্রবার বিকেলে পুলিশ আমার ভাইকে তুলে নিয়ে যায়। শনিবার সকালে তার খাবার পুলিশের হাতে তুলে দিতে গিয়ে চিৎকার শুনেছি। পুলিশ আমাদেরকে শুক্রবার রাতে ডেকে উৎকোচ দাবি করেছিল সাইদুলকে ছেড়ে দেওয়ার জন্য। শনিবার সকালে আমরা শুনতেছি আমার ভাইকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ থানায় তাকে প্রহার ও নির্যাতন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, শনিবার সকালে সাইদুলকে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয়েছে। তার মাথায় আঘাত রয়েছে। ধাতব কোনো কিছুতে আঘাত পেতে পারে বলে মনে হচ্ছে। বর্তমানে অজ্ঞান অবস্থায় রয়েছে সাইদুল। 

বিজ্ঞাপন

আটোয়ারী থানার ওসি ইজারউদ্দিন জানান, আসলে সাইদুলকে চুরি সন্দেহে আটক করা হয়। এর আগে তার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় সে জামিনে রয়েছে। থানা হেফাজতে তাকে কোনো নির্যাতন করা হয়নি। সে থানা হেফাজতে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করলে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |