• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

পুলিশ হেফাজতে যুবককে নির্যাতনের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২০, ২০:৪১
Allegation of torturing the youth in police custody
আটোয়ারী থানা পঞ্চগড় (ফাইল ছবি)

পঞ্চগড়ের আটোয়ারী থানা হেফাজতে সাইদুল রহমান (২৬) নামে এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত সাইদুল বর্তমানে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সাধারণ পোশাকধারী পুলিশ তাকে উপজেলার ছোটদাপ এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যায়।

সাইদুল রহমানের বোন জেসমিন আক্তার জানান, শুক্রবার বিকেলে পুলিশ আমার ভাইকে তুলে নিয়ে যায়। শনিবার সকালে তার খাবার পুলিশের হাতে তুলে দিতে গিয়ে চিৎকার শুনেছি। পুলিশ আমাদেরকে শুক্রবার রাতে ডেকে উৎকোচ দাবি করেছিল সাইদুলকে ছেড়ে দেওয়ার জন্য। শনিবার সকালে আমরা শুনতেছি আমার ভাইকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ থানায় তাকে প্রহার ও নির্যাতন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, শনিবার সকালে সাইদুলকে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয়েছে। তার মাথায় আঘাত রয়েছে। ধাতব কোনো কিছুতে আঘাত পেতে পারে বলে মনে হচ্ছে। বর্তমানে অজ্ঞান অবস্থায় রয়েছে সাইদুল।

আটোয়ারী থানার ওসি ইজারউদ্দিন জানান, আসলে সাইদুলকে চুরি সন্দেহে আটক করা হয়। এর আগে তার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় সে জামিনে রয়েছে। থানা হেফাজতে তাকে কোনো নির্যাতন করা হয়নি। সে থানা হেফাজতে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করলে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের মরদেহ
উখিয়া সীমান্তে পিস্তল-গুলিসহ যুবক আটক
ঘোড়াঘাটে পিস্তল-গুলিসহ যুবক আটক