• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বান্ধবীকে ডাকতে গিয়ে বাড়ির মালিকের ধর্ষণের শিকার কিশোরী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২০, ১৪:১৪
ধর্ষণ মামলা মালিক
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার দুপুরের দিকে অভিযুক্ত আবুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। এর আগে সকাল নয়টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত কিশোরী আরটিভি নিউজকে বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরে দত্তপাড়ার কলাবাগান এলাকার সালামের ঝুটের গোডাউনে কাজ শুরু করেছি। কাজের সুবাদে একটি মেয়ের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। আমার বান্ধবী আবুল নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতো। গতকাল সকালে কাজে যাওয়ার সময় আমি বান্ধবীকে ডেকে আনতে ওই বাসায় যাই।

কিন্তু তার আগেই আমার বান্ধবী বাসা থেকে বের হয়ে যায়। এই সুযোগে বাসার মালিক তার রুমে জোর করে ধরে নিয়ে আমাকে ধর্ষণ করে। সেইসঙ্গে ঘটনা গোপন রাখতে হুমকি দেয়।’

মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির মোবাইল ফোনে আরটিভি নিউজকে বলেন, আমরা আসামিকে আটকের চেষ্টা করছি।

এ বিষয় টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম (ওসি) জানান, প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে।আসামিকে আটকের জন্য অভিযান চলছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের চেষ্টা
অধিনায়ক পান্তকে ধোনি-রোহিতের পাশে দেখতে চান লখনৌ মালিক
চিকিৎসককে ধর্ষণ-খুন: আদালতের রায়ে ক্ষুব্ধ তারকারা
চিকিৎসককে ধর্ষণ ও হত্যা: সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড