রেলওয়ের জায়গা থেকে একটি চক্রের দখলে রাখা ৪০০ ঘর উচ্ছেদ (ভিডিও)
চট্টগ্রামের আমিন জুট মেইল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রেল লাইনের দুইপাশে অবৈধভাবে স্থাপন করা চারশ’ ঘর উচ্ছেদ করেছে রেলওয়ে ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৩১ আগস্ট) সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি কর্মকর্তা মাহাবুব করিম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গায় অবৈধভাবে দখল করে রেখেছিল একটি চক্র। অভিযান চালিয়ে আজকে চারশটির মতো ঘর উচ্ছেদ করা হয়েছে। প্রায় দেড় একর জায়গা উদ্ধার করা হয়েছে। যায়গা উদ্ধারের পর আবার যেন দখল হয়ে না যায় সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা। এছাড়া দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তা।
অভিযানে পুলিশসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পুলিশের গুরুত্বপূর্ণ ৭ পদে রদবদল
এনএম/এসএস
মন্তব্য করুন