• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

কুমিল্লায় বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের প্রতিকৃতিতে পাদুকা নিক্ষেপ

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৭
ছবি- আরটিভি নিউজ।

কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের প্রতিকৃতিতে পাদুকা নিক্ষেপ করে তার সম্পদ বাজেয়াপ্তের করার দাবি জানানো হয়েছে।

গতকাল সোমবার (৩১ আগস্ট) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষজনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন বলেন, খন্দকার মোস্তাক জাতির সাথে বেঈমানী করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করেছে। কুমিল্লাকে কলঙ্কিত করেছে। সরকার তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে কলঙ্কমুক্ত করুক।

কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. আহসান হাবীব লিল মিয়া,উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহাউদ্দীন বাহারসহ নেতৃবৃন্দ।

বিক্ষোভ প্রদর্শনের পরেই খুনি মোস্তাকের প্রতিকৃতিতে জুতা, কঙ্কর (ইট) নিক্ষেপ করা হয়। পরে প্রতি বছর এমন ঘৃণা প্রদর্শন অব্যাহত রাখার অঙ্গিকার করেন নেতাকর্মীরা।

এসএ/এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাউদকান্দিতে অস্ত্রসহ গ্রেপ্তার ২ 
দাউদকান্দিতে ৫ জয়িতাকে সংবর্ধনা 
দাউদকান্দির পৌর বাজারে বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
দাউদকান্দিতে পৌর বিএনপির দোয়া মাহফিল