• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

হত্যার পর লাশটিও নিয়ে গেলো দুর্বৃত্তরা

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৯
হত্যার পর লাশটিও নিয়ে গেলো দুর্বৃত্তরা
খাগড়াছড়ি

খাগড়াছড়ির গুইমারায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যা করে তার লাশটিও নিয়ে গেছে।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ফেরকারবারী পাড়ায় এই ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম জেন্দ্র ত্রিপুরা (৪৮)। তিনি সাবেক ইউপিডিএফ কর্মী বলে দাবী করেছে স্থানীয় বাসিন্দারা।

জেন্দ্র ত্রিপুরার স্ত্রী পলিন্দ্রি ত্রিপুরা জানান, গভীর রাতে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে প্রথমে তাকে(জেন্দ্র ত্রিপুরা) গুলি করে। তারপর লাঠিয়ে দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে লাশটিও নিয়ে গেছে অস্ত্রধারীরা। খবর পেয়ে মঙ্গলবার পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান। তবে আশপাশে খুঁজে লাশ পাওয়া যায়নি।

গুইমারা থানার ওসি তদন্ত মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গুলি করার আলামত মিলেছে। ঘরে রক্তের দাগও আছে। কিন্তু আমরা কোনও বডি পাইনি। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এনএম/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন আটক
গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
আরও ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল