থানায় ঢুকে পুলিশকে ছুরি মারার চেষ্টা যুবকের
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এক যুবকের ছুরিকাঘাতে থানার ইন্সপেক্টর (তদন্ত) সহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মোবাশ্বের (৩০) নামের ওই যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ি জেলা শহরের উত্তর মৌড়াইল বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সদর মডেল থানার ভেতরে ঢুকে এক যুবক পায়চারি করতে থাকে। এসময় পুলিশ সদস্যরা তার কাছে থানায় আসার কারণ জানতে চাইলে, তিনি তার সঙ্গে থাকা ছুরি দিয়ে পুলিশের উপর হামলার চেষ্টা করে। এরপর পুলিশ সদস্যরা ধাওয়া দিলে থানার সামনের সড়কে চলে যায় তিনি৷ তাকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ও কনস্টেবল (ড্রাইভার) সাধন আহত হন। অনেক চেষ্টার পর পরে থানার সামনে থেকে তাকে আটক করে সক্ষম হয় পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, তিনি কেন এমনটি করলো তা এখনো পরিষ্কার নয়। জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। তিনি হাতের দুই আঙুলে আঘাত পেয়েছেন বলে জানান।
এনএম/এসএস
মন্তব্য করুন