কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ (ভিডিও)
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথের পদ্মা নদীর লৌহজং চ্যানেলের বিভিন্ন পয়েন্টে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এ কারণে লৌহজং চ্যানেলের বিভিন্ন পয়েন্টে খনন কাজ চলায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট কর্তৃপক্ষ। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, নাব্য সঙ্কট, তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকে ফেরি চলাচল শুরু হলেও মাঝ পদ্মায় দুটি ফেরি আটকে যায়। ফলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি জানান, মূলত নাব্য সঙ্কটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
এসএস
মন্তব্য করুন