• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

ঘরে ঢুকে ইউএনওকে কুপিয়ে জখম (ভিডিও)

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৩১
Entering the house, UNO and his father were hacked and injured
ওয়াহিদা খানম

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে জখম করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা তার ও তার বাবা ওপর এই হামলা চালায়।

ইউএনওকে আশঙ্কাজনক অবস্থায় রংপুরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে ঢাকায় নেয়া হবে।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই দিনাজপুরের জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউএনও ও তার বাবাকে বৃহস্পতিবার ভোরে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ইউএনও ওয়াহিদা খানমকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। তার বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান তোফায়েল হোসেন ভূঁইয়া বলেন, ইউএনওর মাথার বাম দিকে আঘাত বেশি লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ধাতব কোনও বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। তার শরীরের ডান দিক অবশ হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ বলেন, বুধবার রাতের কোনও একটা সময় হামলা হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

ঘোড়াঘাট থানার ওসি বলেছেন, ইউএনওর বাসার সিসি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দোষীদের শনাক্ত করা হবে।

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, ইউএনওর অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাঁকে ঢাকায় পাঠানো হবে।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জবি প্রক্টরের গাড়িতে হামলা, আহত ৩
শহীদ মিনারে হামলাকারীদের জামিনে জাতীয় বিপ্লবী পরিষদের উদ্বেগ
এক বছরে ইসরায়েলের হামলায় প্রায় ১ হাজার মসজিদ ক্ষতিগ্রস্ত
ফারুকের ওপর হামলা, ২ শিক্ষার্থী গ্রেপ্তার