• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

সিদ্ধিরগঞ্জে কারখানা থেকে ৮০ কোটি টাকার নকল পণ্য জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৪০
Seize counterfeit cosmetics
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে মুনস্টার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৮০কোটি টাকা মূল্যের নকল সনি ব্রাভিয়া, এলজি ও স্যামসাংয়ের ইলেকট্রনিক্স পণ্যসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় প্রতিষ্ঠানের মালিকসহ সাতজনকে আটক করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসটিআইয়ের সহায়তায় মুনস্টার মার্কেটিং প্রাইভেট লিমিটেডের কারখানায় অভিযান শেষে এ তথ্য জানান, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

আটকরা হলেন, প্রতিষ্ঠানের মালিক বেলায়েত হোসেন। সেখানে কর্মরত শ্রমিক মাঈনুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহাগ, কাওসার, রাজিব সেরনিয়াবাত ও সিরাজুল ইসলাম।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু আরটিভি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালিয়ে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ইলেকট্রনিক্স পণ্য ও নকল প্রসাধনী তৈরির প্রমাণ পাওয়া গেছে। এতে প্রতিষ্ঠানটির মালিকসহ সাতজনকে আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৮০ কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে আড়াই লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
ঋণের প্রলোভনে ঢাকায় ৩ শতাধিক নারী-পুরুষ, বাসসহ ৭ গাড়ি জব্দ
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ
নকল শিশুখাদ্য বিক্রি করায় ৯০ হাজার টাকা জরিমানা