• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক শিশুর মৃত্যু (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৫
Baitus Salat Jame Mosque in Fatullah
মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল নামের এক শিশু মারা গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ওই শিশু মারা যায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, জুয়েলের শরীরের ৯৫ শতাংশ পোড়া ছিল।

জানা যায়, ওই শিশুটি তার বাবার সঙ্গে মসজিদে গিয়েছিল নামাজ আদায় করতে। সেখানেই এসি বিস্ফোরণে তারা দগ্ধ হন।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ডা. সামন্ত লাল সেন জানান, এ পর্যন্ত ৩৭ মুসল্লিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হ‌য়ে‌ছে। তা‌দের সবারই ডিপ বার্ন রয়ে‌ছে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে এসি বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু
সাভারে এসি বিস্ফোরণ : আহত নাহিদের মৃত্যু
সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ