• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ডিএসসিসি'র চিরুনি অভিযান, ১৫তম দিনে লক্ষাধিক টাকা জরিমানা

আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩২
Images of combing operations.
চিরুনি অভিযানের চিত্র। ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ১৫তম দিনের চিরুনি অভিযানে মোট ১০০টি স্থাপনা পরিদর্শন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ৮টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় ৮টি মামলা দায়ের ও ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ডিএসসিসি'র বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, মোহাম্মদ নাজমুল আহসান ও বিতান কুমার মণ্ডল।
ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেন।

১৫ ও ১৬ নং ওয়ার্ডের ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, ১২ নং ওয়ার্ডের মালিবাগ এলাকায় অভিযান পরিচালনা করেন মোহাম্মদ নাজমুল আহসান ও আজিমপুর কলোনি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিতান কুমার মণ্ডল।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতগুলোর নিকট এডিস মশার বংশ বিস্তার উপযোগী ৭টি স্থাপনা পরিলক্ষিত হওয়ায় স্থাপনাগুলোর মালিকদেরকে দ্রুত পরিবেশের উন্নতি করার জন্য ভ্রাম্যমাণ আদালতগুলো তাদেরকে সতর্ক করেন।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহে ভেজাল গুড় কারখানায় অভিযান, জরিমানা
ধামরাইয়ে ২ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা
কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
পরিবেশ দূষণবিরোধী অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা