• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

বয়সসীমা পার হওয়ায় ডিএসসিসি'র ১০ কর্মী কর্মচ্যূত

আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২০, ২২:২১
DSCC logo.
ডিএসসিসির লোগো।

বয়সসীমা পার হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১০ কর্মীকে কর্মচ্যূত করা হয়েছে। কর্মচ্যূতদের মধ্যে রয়েছে- সম্পত্তি বিভাগের স্কেলভূক্ত ৭ উচ্ছেদ শ্রমিক ও প্রকৌশল বিভাগের অঞ্চল-৫ এর স্কেলভূক্ত ৩ সড়ক শ্রমিক। যাদের প্রত্যেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় কর্পোরেশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই ১০ জনকে কর্মচ্যূত করা হয়।

কর্মচ্যূতরা হলেন- শামসুল হক, নেছার উদ্দিন, জয়নাল, ধলু মিয়া, শেখ নুরুল আমিন, আব্দুল আলী, মিলন মিয়া সম্পত্তি ভাগের উচ্ছেদ শ্রমিক এবং আব্দুল মজিদ, জামাল ও জয়নাল আবেদিন অঞ্চল-৫ এর প্রকৌশল বিভাগের সড়ক শ্রমিক। কর্মচ্যূতদের মধ্যে অনেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ার পরেও ৩ হতে ১০ বছর ধরে ডিএসসিসিতে চাকরি করেছেন বলে অফিস আদেশে জানানো হয়।

কর্মচ্যূতকৃত স্কেলভূক্ত মাস্টাররোল কর্মীগণ ১৩ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ তারিখ হতে আর কোনো বেতন-ভাতা/আর্থিক সুবিধা প্রাপ্ত হবেন না বলে অফিস আদেশে বলা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বার্থ রক্ষার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে অফিস আদেশ উল্লেখ রয়েছে।

কেএফ/জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির সাবেক মেয়র তাপসকে দুদকে তলব
ডিএসসিসির সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনার অতিরিক্ত দায়িত্ব পেলেন ২ কর্মকর্তা
ডিএসসিসির প্রধান প্রকৌশলী সাময়িক বরখাস্ত