ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সাত ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রুটে রেল চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ , ১০:২৩ এএম


loading/img
সাত ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রুটে রেল চলাচল শুরু হলো

ঢাকা-রাজশাহী রেল রুটের মৌচাক এলাকায় উত্তরবঙ্গগামী তেলবাহী একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। এ ঘটনায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে মালবাহী ট্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বিভিন্ন আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিজ্ঞাপন

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান,  গেল রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী তেলবাহী একটি মালগাড়ি মৌচাক এলাকায় পৌঁছানোর পর একটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী রেলরুটের প্রায় এক কিলোমিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।  বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ধুমকেতু, সুন্দরবন, একতা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা। পরে রেলের প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত এবং লাইনচ্যুত ট্রেন সরিয়ে ফেলার পর  আজ সকাল নয়টার দিকে ফের ট্রেন চলাচল শুরু হয়।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |