রাজধানীর ধানমণ্ডি থেকে ১২ পাউন্ড সাপের বিষসহ একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া বিষের আনুমানিক বাজারমূল্য ৪৫ কোটি টাকা।
বিজ্ঞাপন
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম জানানো হয়নি।
ডিবির পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় জানানো হয়, বিষ উদ্ধার ও গ্রেপ্তার ব্যক্তির বিষয়ে জানাতে বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে।
বিজ্ঞাপন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, উদ্ধার হওয়া সাপের বিষের আনুমানিক মূল্য হবে ৪৫ কোটি টাকা।
এসএস