ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

নারায়ণগঞ্জে ১৪৪ ধারা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০ , ০২:০১ পিএম


loading/img
নারায়ণগঞ্জে ১৪৪ ধারা  ।। ফাইল ছবি

একই সময় একই এলাকায় হেফাজত ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জামাত সভা ডাকায় নারায়ণগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আদেশ বহাল থাকবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৪৪ ধারার আওতায় শহরের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভবন থেকে চাষাঢ়া শহীদ মিনার, চাষাঢ়া শহীদ মিনার এলাকা থেকে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং এর আশপাশের এলাকায় এই নির্দেশনার আওতায় থাকবে। উক্তস্থানগুলোতে যেকোনো ধরনের জটলা, সভা, মিছিল সমাবেশ অথবা যেকোনো ধরনের অস্ত্র বহন ও সন্দেহজনক ঘোরাফেরা সম্পন্ন নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞাপন

এছাড়া শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনজন ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে।

উল্লেখ্য, ফেসবুকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে কটূক্তির অভিযোগে এনে দেওভোগ মাদরাসার খতিব হারুনুর রশীদ বাদী হয়ে মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা করেন। গত ২০ সেপ্টেম্বর ওই মামলায় ফতুল্লার মাহমুদপুর এলাকার নিজ বাড়ি থেকে আলাউদ্দিন জিহাদীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার পুলিশ তাকে একদিনের রিমান্ডে নেয়।

আরও পড়ুন: আইনজীবী ইউনুছ আলী আকন্দকে আদালতে তলব, ২ সপ্তাহ পেশা থেকে অব্যাহতি

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |