• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

কারাগারের কনডেম সেলে মিন্নি ছাড়া আর কোনও নারী নেই

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২০, ১২:০৬
কারাগারের কনডেম সেলে মিন্নি ছাড়া আর কোনও নারী নেই
ছবি - আয়শা সিদ্দিকা মিন্নি

বরগুনা কারাগারে নারী বন্দীদের মধ্যে কনডেম সেলে একমাত্র মিন্নিই রয়েয়েছেন। সেখানে মিন্নি ব্যতিত আর কোনও নারী বন্দি নেই।

রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে বরগুনা জেলা কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে।

গণমাধ্যমকে বরগুনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. আনোয়ার হোসেন বলেন, এই মুহূর্তে বরগুনা জেলা কারাগারের কনডেম এই ছয় বন্দী ব্যতীত আর কোনও কারাবন্দি নেই।

তিনি বলেন, মিন্নিকে রাখঅ হয়েছে নারী ওয়ার্ডের কনডেম সেলে। আর বন্দীরা আছেন পুরষি ওয়ার্ডের কনডেম সেলে।

আরও পড়ুনঃ

ফাঁসির রায় ঘোষণার সময় যেমন ছিলেন মিন্নি

মিন্নি ষড়যন্ত্র না করলে এই হত্যাকাণ্ড ঘটতো না: আদালতের পর্যবেক্ষণ

সত্যের কাছে হেরে মিন্নি গেলেন প্রিজন ভ্যানে

মৃত প্রেমিক ফিরেছে, তবে এরই মধ্যে দেড় বছর কারাভোগ করলো প্রেমিকা

মেয়েকে হত্যার ১১ বছর পর বিচার পেলেন বাবা

তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারের যে বিশেষ কক্ষে রাখা হয় সেটাকে কনডেম সেল বলে। কনডেম সেলের বন্দিরা মাসে একবার তার স্বজনদের সঙ্গে দেখা করতে পারেন। এছাড়াও সপ্তাহে একবার তারা ফোনে তাদের স্বজনদের সঙ্গে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কথা বলতে পারবেন। তবে তারা কখনও সেল থেকে বের হতে পারেন না।

রিফাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছয় আসামিই কনডেম সেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। কারাবিধি অনুয়াযী ছয় বন্দীকেই কনডেম সেলে থালা, বাটি ও কম্বল দেয়া হয়েছে। এছাড়াও প্রতি আসামিকে কারাগারের পক্ষ থেকে দুই সেট পোশাক দেয়া হয়েছে। এ পেশাক তারা পরবেন।

মিন্নিসহ এই মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে দেশের অন্য কোনও কারাগারে স্থানান্তরের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে জেল সুপার আনোয়ার হোসেন বলেন, এ বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব।

আপাতত এই আসামিদের উচ্চ আদালতে আপিল করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুললেন স্বামী
শেখ হাসিনা দেশে আসবেন ফাঁসিতে ঝোলার জন্য: রেজাউল করিম
শহীদ মিনারে বিপ্লবীদের জনস্রোত, শেখ হাসিনার ফাঁসি দাবি
হাসিনা দেশে আসবেন কেবল ফাঁসিতে ঝোলার জন্য: উপদেষ্টা নাহিদ