• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

গ্রিল ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২০, ১৬:২৫
rape symbol image
প্রতীকী ছবি

নড়াইলের কালিয়ায় নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এমন অভিযোগে মামলা দায়ের হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের ওই ঘটনায় ঘটে।

রোববার (৪ অক্টোবর) ধর্ষিতা নিজে বাদী হয়ে একই গ্রামের রবকত মুন্সিকে আসামি করে নড়াগাতি থানায় মামলা দায়ের করেছেন। বরকত মুন্সি ওই গ্রামের শওকত মুন্সির ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ধর্ষিতা গৃহবধূ তার বাবার বাড়িতে ছিলেন। ওইদিন বিকেলে তার বাবা-মা তাকে ও তার ছোট বোনকে বাড়িতে রেখে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে ঘরের গ্রিল ভেঙে ঘরে ঢুকে অতর্কিতভাবে জোর করে তাকে ধর্ষণ করে। গৃহবধূর চিৎকারে পাশের রুমে থাকা তার ছোট বোন এগিয়ে এলে ধর্ষক শওকত সটকে পড়েন। বাবা মা বাড়িতে ফিরে আসার পর তিনি বরকত মুন্সিকে আসামি করে মামলাটি দায়ের করেছেন।

নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, ওই গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ধর্ষককে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

জিএ/এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার
এক দশক ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ, স্বামীর কারাদণ্ড
লক্ষ্মীপুরে ধর্ষণের ঘটনায় ২ যুবক গ্রেপ্তার
প্রেম না করায় তুলে নিয়ে ধর্ষণ-নির্যাতন, মাদ্রাসা ছাত্রীর মৃত্যু