• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

অবৈধভাবে ধান মজুদ করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২০, ১৯:৫৫
Three traders fined for illegally stockpiling paddy
জয়পুরহাট সদর উপজেলার পল্লীবালা বাজারে তিনটি গুদামে অভিযান

জয়পুরহাটে তিনটি গোডাউনে অবৈধভাবে প্রায় সাড়ে ৪০০ মেট্রিক টন ধান মজুদ রাখার অপরাধে, তিন ব্যবসায়ীকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার পল্লীবালা বাজারে তিনটি গুদামে অভিযান পরিচালনা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিল্টন চন্দ্র রায়।

আরও পড়ুন

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিল্টন চন্দ্র রায় বলেন, র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাদ্য অধিদপ্তরকে সঙ্গে নিয়ে তিনটি গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়। গোডাউনে প্রায় সাড়ে ৪শ মেট্রিক টন ধান মজুদ অবস্থায় পাওয়া গেছে। এসময় ট্রেড লাইসেন্স, খাদ্য অধিদপ্তরের মজুদ লাইসেন্স ও মার্কেটিং অফিসের কোনো লাইসেন্স দেখাতে পারেননি এই তিন ব্যবসায়ী। উপযুক্ত কাগজপত্র না থাকায় এবং অবৈধভাবে গোডাউনে ধান মজুদ রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, আগামী ৭ দিনের মধ্যে গোডাউনে মজুদকৃত ধান খোলাবাজারে বিক্রির আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিল্টন চন্দ্র রায়। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন প্রমুখ।
জিএম/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা, যুবকের কারাদণ্ড
দাউদকান্দির পৌর বাজারে বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কসবায় রাতের আঁধারে চলছিল পাহাড় কাটা, এরপর যা ঘটল
ফেনীতে ৪ মণ পলিথিন জব্দ, কারখানা মালিককে জরিমানা