• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

নেশার টাকা না দেওয়ায় মাকে পিটিয়ে জখম

সীতাকুণ্ড প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২০, ২১:৩২
Mother was beaten and injured for not paying for drugs
নেশার টাকা না দেওয়ায় মাকে পিটিয়ে জখম করেছে ছেলে

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ভূইয়াপাড়া এলাকায় ছেলেকে নেশার টাকা না দেওয়ায় মাকে পিটিয়ে জখম করেছে ছেলে। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসভার ভূইয়াপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে শাহ পরান (২৩) আজ সকালে তার মা রোকেয়া বেগমের (৫৫) কাছে প্রতিদিনের মতো নেশার টাকা চায়। মা টাকা না দিলে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এসময় এক লাখ টাকা আধাঘণ্টার মধ্যে না দিলে মা ও বাবাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।

মামলার বাদী ও আহত মা রোকেয়া বেগম জানান, আমার তিন মেয়ে ও এক ছেলে। শাহ পরান আমার তিন মেয়ের কাছ থেকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে, তাদের কাছ থেকে নেশার টাকা আদায় করত। গত এক সপ্তাহ আগে থেকে টাকা দেওয়া বন্ধ করে দেন মেয়েরা। এরপর থেকে সে তার বোনদের বিরুদ্ধে তার ফেসবুকে বিভিন্ন অশ্লীল কথাবার্তা লিখে যাচ্ছে। যার কারণে তাদের সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শাহ পরান গত ১ বছর আগেও তার বৃদ্ধ বাবার বুকের উপর পা রেখে অস্ত্র ধরেছিল।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন বণিক বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জিএম/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের এক মাস পরেই তালাবদ্ধ ঘরে মিলল গৃহবধূর মৃতদেহ, স্বামী পলাতক
সীমান্ত থেকে ভারতীয় কিশোর আটক 
বার্সায় মেসির জায়গা নিতে চাননি বলেই পিএসজিতে যান নেইমার
দেশের বর্তমান সমস্যার সমাধানে দ্রুত নির্বাচন প্রয়োজন: খসরু