মা-মেয়েকে দলবেঁধে ধর্ষণ: দুই যুবকের স্বীকারোক্তি
হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক দুই যুবক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
হবিগঞ্জের চুনারুঘাট থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা চম্পক ধাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন :
সুরমা থেকে সমুদ্রের উপকূল থামছে না নারীর চোখের জল
বড় বোনকে ধর্ষণের তিন বছর পর ছোট বোনকে ধর্ষণ
ভিডিও ধারণ করে দিনের পর দিন ধর্ষণের শিকার স্কুলছাত্রীর সন্তান প্রসব
সিলেটে এক ভাড়াটিয়ার ধর্ষণের শিকার অপর ভাড়াটিয়া গৃহবধূ
আসামিরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার জিবদর এলাকার সফিক মিয়ার ছেলে শাকিল মিয়া (২২) ও একই এলাকার রেজ্জাক মিয়ার ছেলে হারুন মিয়া (২৫)।
পুলিশ জানায়, গত শুক্রবার ভোরে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের গরিবছড়া এলাকায় জনৈক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে তার স্ত্রী (৪৫) ও মেয়ে (২৫) এর মুখে কাপড় বেধে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনার পর ভিকটিম মেয়ে বাদী হয়ে শনিবার রাতে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।
মামলার প্রেক্ষিতে রোববার বিকেলে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করে।
চুনারুঘাট থানার ওসি চম্পক ধাম জানান, এ ঘটনায় অন্যান্য অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেএম/এসএস
মন্তব্য করুন