• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

গাজীপুরে ধর্ষণ রোধে সাত দফা দাবি

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২০, ১৮:২৫
Human chain demanding, seven points, rtv news
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

সারাদেশের মতো গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা ধর্ষণকারীদের সাত দফা বাস্তবায়ন করা ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ধষর্ণকারীদের সাত দফা বিচারের আওতায় আনার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ও এআই ইউবি ইউনিভার্সিটি ও টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বক্তব্যে তারা বলেন, ধর্ষণকারীদের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। ৩০ থেকে ৬০দিনের মধ্যেই ফাঁসির কার্যকর করতে হবে। নির্জন রাস্তায় সচল সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। পূর্ববর্তী সকল ধর্ষণ মামলার ছয় মাসের মধ্যে সম্পূর্ণ নিষ্পত্তি করতে হবে। দলীয় কোনও নেতা ধর্ষণকারীকে আশ্রয় দিলে তার আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধর্ষিতার বিনামূল্যে চিকিৎসা এবং পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

জেবি/এম

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান, আটক ৪০
ধর্ষণ মামলায় চবি ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার